(হে হাবীব!) আপনি বলে দিন, ‘সেটা তোমাদেরই তরফ থেকে এসেছে।’ নিশ্চয় আল্লাহ সব কিছু করতে পারেন।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৩:১৬৫) সূরা আ-ল-ই ‘ইমরান’।
যে আল্লাহর সন্তুষ্টির জন্য সুরা ইয়াছিন পাঠ করে তাহার অতীত পাপ মার্জনা করা হয়। অতএব মুহূর্ষ লোকদের নিকট উহা পাঠ কর।
– আল-হাদিস (বায়হাকী)।
সদুপদেশ গ্রহণ করার অর্থ হল নিজের দক্ষতা বৃদ্ধি।
– গোদি।