ওই সব লোক, যারা নিজেদের ধন-সম্পদ দান করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে তাদের জন্য তাদের পুণ্যফল রয়েছে তাদের রবের নিকট। তাদের না আছে কোন আশঙ্কা, না কোন দুঃখ।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৭৪) সূরা বাক্বারা।
যে ব্যক্তি কোন লোকের স্ত্রী বা দাসকে কুমন্ত্রণা দিয়া বিচ্ছেদ ঘটাইয়া দেয়, তবে সে ব্যক্তি অভিশাপগ্রস্ত হইবে।
– আল-হাদিস (তিরমিজী)।
চর্চার উপরই অনেক কিছুর বিকাশ ও সাফল্য নির্ভর করে।
– ভার্জিল।