৭৮৬

| রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ৫:২৫ পূর্বাহ্ণ

আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রীদের রেখে যায়, তারা (স্ত্রীগণ) চার মাস দশ দিন নিজেদের বিরত রাখবে। অতঃপর যখন তাদের ‘ইদ্দত’ পূর্ণ হয়ে যাবে। 
-আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৩৪) সূরা বাক্বারা।

কোন মুসলমানকে অভিশাপ করা তাহাকে হত্যা করার মত সমান অন্যায়। 
-আাল-হাদিস (বোখারী. মোসলেম)।

ভিন্ন ভিন্ন পদ্ধতিতে প্রতিটি জীবনে আনন্দ আসে। 
-টনসন।