আর পৃষ্ট পশ্চাতে ফেলে এসেছো যে ধন–সম্পদ আমি তোমাদেরকে দিয়েছিলাম, এবং আমি তোমাদের সাথে তোমাদের এই সুপারিশকারীদেরকে দেখছি না,
– আল–কোরানের বঙ্গানুবাদ (৬:৯৪) সূরা আন্ ‘আম।
হযরত রাসুলে আকরাম (সাঃ) ফরমাইয়াছেন – বেহেস্তের আটটি দরজা আছে, উহার একটির নাম রাইয়ান। রমজানের রোজাদারগণ ব্যতীত অন্য কেহই এই দরজা দিয়া বেহেস্তে প্রবেশ করিতে পারিবে না।
– আল–হাদিস (বোখারী, মোসলেম)।
প্রতিকূলতা মানুষকে চালাক করে, যদিও ধনী করে না।
– টমাস ফুলার।