৫শ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

নগরীতে ৫০০ পিস ইয়াবাসহ নুরুননাহার (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে কোতোয়ালী মোড়ের আবদুর রহমান সওদাগর মসজিদ এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার নুরুননাহার কক্সবাজারের রামু থানার জোয়ারিয়া নালা পূর্ব নোনাছড়ি গ্রামের আবুল মনছুরের স্ত্রী। এ তথ্য নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী মোড়ের আবদুর রহমান সওদাগর মসজিদ এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

এসময় ওই নারীর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা কক্সবাজারের রামু থেকে কমমূল্যে সংগ্রহ করে ঢাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন ওই নারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী তা স্বীকার করেছেন। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে ওই নারীকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি জাহিদুল কবীর।

পূর্ববর্তী নিবন্ধনাইজেরিয়ায় ৭৪ জনকে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধবান্দরবানে ছিনতাইকারী ‘রকি ভাই’ সহযোগীসহ গ্রেপ্তার