৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবির মহানগর দক্ষিণ শাখার র‌্যালি

| শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

নয়াবাজার বিশ্বরোড থেকে বড়পোল মোড় পর্যন্ত ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপলক্ষে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার র‌্যালি গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে সভাপতির বক্তব্যে ছাত্রশিবির মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন, ৯০এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থান, সকল আন্দোলনে ছাত্রশিবির প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. শহীদুল ইসলাম বলেন, স্বাধীনতাপরবর্তী সময়ে মুজিবের বাকশাল, ধর্মনিরপেক্ষতাবাদ এবং বাম সন্ত্রাসীদের দৌরাত্ম্যে ছাত্রসমাজ যখন দিশেহারা, তখনই ছাত্রসমাজের হাল ধরতে আলোর মশাল হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুনসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশের সাবেক ইউপি চেয়ারম্যান খুলশীতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকাট্টলি ভূমি অফিসের মূল ফটকে ফোর ওয়ে টেস্ট স্থাপন