৪৬ চোরাই মোবাইলসহ ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৯:৩৮ পূর্বাহ্ণ

নগরীর রেয়াজুদ্দিন বাজার ও সাতকানিয়া থেকে চোরাই মোবাইল ক্রয়বিক্রয়ে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন জানে আলম ও তাওহিদুল ইসলাম। গত মঙ্গলবার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন্স) সাজেদ কামাল আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রেয়াজুদ্দিন বাজার তাহের ম্যানশনের শ্যামলী হোটেলের নিচে জাহিয়া মোবাইল শপ নামক দোকানে অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ফোন ক্রয়বিক্রয়ের সাথে জড়িত থাকায় মো. জানে আলমকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে নয়টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তিমতে সাতকানিয়া থানাধীন কেরানীরহাট তাসনুভা ওশান সিটির তারেক ও তৌহিদের মালিকানাধীন মাবাবার দোয়া মোবাইল অ্যান্ড সার্ভিসিং সেন্টারে অভিযান পরিচালনা করে তাওহিদুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে আরও ৩৭টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগণকবর আর লাশে ভর্তি গাজার আল শিফা হাসপাতাল
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদেরকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে