৩ কোটি ৬০ লাখ টাকার আফিমসহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৩০ পূর্বাহ্ণ

বান্দরবানের লামা উপজেলায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আফিমসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব১৫। আটক হ্লামং মারমা (৩৮) লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংসা ছোটপাড়া এলাকার মংসাউ মারমার ছেলে। গতকাল রোববার দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম। র‌্যাবের এই কর্মকর্তা জানান, লামা ইয়াংছা ছোটপাড়া এলাকায় এক ব্যক্তির বসতঘরে বিপুল পরিমাণ মাদক আফিম বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছেগোপনে পাওয়া এ তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১১টায় র‌্যাব১৫ এর সিপিএসসির এক আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি হ্লামং মারমাকে আটক করা হয়। পরে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞেসাবাদে আফিম মজুদের কথা স্বীকার করেন তিনি এবং তার দেখানো তথ্যে বসতবাড়ির খাটের নিচ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম মাদক আফিম উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। হ্লামং মারমা একজন চিহ্নিত মাদককারবারী। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক কৌশলে দেশের বিভিন্ন প্রান্তে আফিম পৌঁছে দেয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধআনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ আজ