আগামী ২৮ এপ্রিল রোববার বৃহত্তর চট্টগ্রামে যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিকেরা কর্মবিরতি পালন করবেন। চট্টগ্রাম জেলা অটো টেম্পো অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোহাম্মদ শফিসহ অন্যান্য শ্রমিকদের গ্রেপ্তার এবং কয়েক মাস ধরে দফায় দফায় চাঁদাবাজির অভিযোগে পরিবহন সেক্টরে একের পর এক মালিক শ্রমিক নেতৃবৃন্দের গ্রেপ্তারের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটি।
গতকাল বিকালে এ উপলক্ষে আয়োজিত এক সভা থেকে নেতৃবৃন্দ জানান, গ্রেপ্তারকৃত মালিক শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলায় তথা চট্টগ্রাম, কঙবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলায় আগামী ২৮ এপ্রিল রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে সংগঠনের ৪৪নং বিআরটিসি মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম–সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মওলা, সাধারণ সম্পাদক অলি আহমদ, আবুল কাশেম, শাহ আলম চৌধুরী, মো: বখতিয়ার, আমিরুল ইসলাম, হারুনুর রশিদ, জাহেদ হোসেন, মো: ইউছুপ, কামাল উদ্দিন, মনসুর আলম, নুরুল হক পুতু, নুরুল আবছার, মো: রুবেল, দৌলত মিয়া, সাইফুল ইসলাম শাহীন, আহমদ হোসেন, বিমল কান্তি নাথ, হোসেন আহমদ, নজরুল ইসলাম, দিলীপ সরকার, খলিলুর রহমান, মোস্তফা কামাল আজাদ প্রমুখ।