২৫ টাকার সমুচা কিনে ১০ হাজার টাকা পুরস্কার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ জুন, ২০২১ at ১০:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র আল মারুফ। ২৫ টাকার সমুচা কিনে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসে (ইএফডি) ভ্যাট দিয়েছেন ১ টাকা ২০ পয়সা। এই পরিমাণ ভ্যাট দিয়ে তিনি জিতে নিয়েছেন ১০ হাজার টাকার পুরস্কার। গতকাল বুধবার দুপুরে আগ্রাবাদের সৈকত সম্মেলন কক্ষে ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন তার হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন।
একই সাথে পুরস্কার জিতেছেন মো. আজহারুল আনোয়ার চানু। তিনি দক্ষিণ হালিশহরের সিইপিজেড ক্যাফেটেরিয়া থেকে ৭৭৫ টাকায় ৩ প্যাকেট লাঞ্চ কিনে ১০ হাজার টাকা পুরস্কার জেতেন। ইএফডিতে তিনি ভ্যাট দেন ৯৭ টাকা।
গতকাল ইএফডি লটারির পুরস্কার বিতরণী অনুষ্ঠান ভ্যাট কমিশনার আকবর হোসেন বলেন, ইএফডিকে আরো জনপ্রিয় করে তোলা এবং সাধারণ মানুষকে ভ্যাট চালান গ্রহণে আগ্রহী করে তুলতে লটারির আয়োজন করছে এনবিআর। প্রতি মাসের ৫ তারিখ ১০১ জনকে পুরস্কার দেওয়া হয়। এ পুরস্কার ভ্যাট ও আয়করমুক্ত। আমরা অনুরোধ করবো, যখনই কেনাকাটা করবেন ইএফডি মেশিন আছে এমন প্রতিষ্ঠান থেকে ইনভয়েস বা রশিদ বুঝে নেবেন। এ ডিভাইস এনবিআরের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত। ভ্যাট সরকারি কোষাগারে জমা হবে। কেউ ইএফডির চালান ইস্যু না করলে আমরা ব্যবস্থা নেব।
স্বাগত বক্তব্যে যুগ্ম কমিশনার মুশফিকুর রহমান বলেন, দেশে ইএফডি একটা পর্যায়ে এসে গেছে। কালচারে পরিণত করতে এনবিআর পুরস্কার প্রচলন করেছে। প্রথম পুরস্কার ১ লাখ টাকা। গ্রাহককে ইএফডি চালান সংরক্ষণ করতে হবে। পুরস্কার বিজয়ীরা নিকটস্থ ভ্যাট অফিস থেকে সহজে পুরস্কার বুঝে নিতে পারবেন। তিনি আরো বলেন, চট্টগ্রামে ৫২০টি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন দিতে পেরেছি। কয়েক মাসের মধ্যে আরও ৫০০ দেওয়া হবে। ক্রমে সব ব্যবসা প্রতিষ্ঠান ইএফডির আওতায় আনা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার মোহাম্মদ সেলিম শেখ, উপ কমিশনার শাহীনূর কবির পাভেল, মো. আহসান উল্লাহ, সাইদ আহমেদ রুবেল, সহকারী কমিশনার অনুরূপা দেব, এইচএম কবির, এসএম সরাফত হোসেন, এআরও মোহাম্মদ আবদুল কাদির প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উপ কমিশনার ফাতেমা খায়রুন নূর।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু
পরবর্তী নিবন্ধরিং রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল প্রাইভেট কার