২২৩ রানে ইনিংস শেষ করলো চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর বিপক্ষে পিনাক ঘোষ ও মাহমুদুলের ব্যাটে শক্ত ভীত পেয়েও বড় সংগ্রহ গড়তে পারেনি চট্টগ্রাম বিভাগ। মাত্র ১৬ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২২৩ রানে অলআউট হয়েছে তারা। প্রথম দিন শেষে ঢাকা মেট্রোর সংগ্রহ ২ উইকেটে ৫২ রান। এখনও ১৭১ রানে পিছিয়ে আছে চট্টগ্রাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে চট্টগ্রাম। প্রথম ঘণ্টায় ১৫ ওভারে পিনাক ও জসিমউদ্দিন যোগ করেন ৪৮ রান। পানি পানের বিরতির পরই জসিমউদ্দিনকে (৩১) কট বিহাইন্ড করে শুরুর জুটি ভাঙেন আবু হায়দার। পিনাক ফেরেন ফিফটির কাছে গিয়ে। ৪৭ রানে কট বিহাইন্ড হন তিনি বাঁহাতি স্পিনার শরফুদ্দৌলার বলে। পিনাকের ৮৮ বলের ইনিংসে বাউন্ডারি ৪টি। তার বিদায়ের পর টিকতে পারেননি শাহাদাত হোসেন, ইরফান শুক্কুর ও সৈকত আলি। সাজ্জাদুল ইসলামকে সঙ্গে নিয়ে দলের স্কোর দুইশ পার করেন মাহমুদুল। ৮৩ বলে ফিফটি করে এই ব্যাটসম্যান এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকেই। কিন্তু ৮৩ রানে মেহরাব হোসেনের বলে বোল্ড হয়ে যান তিনি। ১১৬ বলের ইনিংসটি গড়া ৯টি চারে। মাহমুদুলের ফেরার পর দ্রুতই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস। সাজ্জাদুল করেন ২৫ রান। ৬২ রানে ৪ উইকেট নিয়ে মেট্রোর সফলতম বোলার শরফুদ্দৌলা। আরেক বাঁহাতি স্পিনার শাহবাজ চৌহান ৩৫ রানে নেন ৩টি। জবাবে ব্যাটিংয়ে নেমে ১০ রানেই দুই ওপেনার মুনিম শাহরিয়ার ও আজমির আহমেদকে হারায় মেট্রো। দিন শেষে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শামসুর রহমান ১৭ ও মার্শাল আইয়ুব ২৪ রানে অপরাজিত আছেন।

পূর্ববর্তী নিবন্ধমরুর বুকে ক্রিকেট উদ্যান শেখ জায়েদ স্টেডিয়াম
পরবর্তী নিবন্ধকাতার বিশ্বকাপের সপ্তম স্টেডিয়াম প্রস্তুত