ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে আসা ১৯টি ইউনিটের সাত ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে স্কয়ারের ওষুধ কারখানার আগুন। তবে এখনও আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেনি সংশ্লিষ্টরা। খবর বিডিনিউজের। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এই কারখানায় স্যালাইন তৈরির ইউনিটে গতকাল বেলা সোয়া ১২টার দিকে আগুন লাগে। একতলায় আগুনের সূত্রপাত হলেও তা দ্রুত তিনতলা পর্যন্ত পৌঁছে যায়।
তাছাড়া রাসায়নিক দ্রব্যের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের গুদাম পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ফয়ার সার্ভিসের সদর দপ্তর, গাজীপুরের কালিয়াকৈর, সাভারের ডিইপিজেড, টাঙ্গাইলের সখিপুর, মির্জাপুরসহ আশপাশ থেকে একে একে ১৯টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও রাত পৌনে ৯টা পর্যন্ত ড্যাম্পিং ও সার্চের কাজ চলমান থাকে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা এখনও আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ বলতে পারেননি।