১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালনের দাবি

ছাত্র ইউনিয়নের আলোচনা সভা

| সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করেছে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ। সকালে দিবসটির স্মরণে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। এর আগে চট্টগ্রাম জেলা সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে দারুল ফজলস্থ জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলার সাংগঠনিক সম্পাদক টিকলু দে, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নিশান রায়, হালিশহর থানার সদস্য সাজ্জাতুর জামান অভি, পাহাড়তলী থানার সভাপতি ডেনি বিশ্বাস, বন্দর থানার মোহাম্মদ জীবন, দুর্বার, শুভ দেবনাথ, অর্ণব, জুলিয়ান প্রমুখ। সভা সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। সভায় বক্তারা বলেন, ১৯৮৩ সালে গণবিরোধী শিক্ষানীতি বাতিলের দাবিতে ১৪ ফেব্রুয়ারির মিছিলে স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে শহীদ হন জাফর, জয়নাল, মোজাম্মেল, আইয়ূব, দীপালি, কাঞ্চনসহ নাম না জানা আরো অনেকে। গণ আন্দোলনের সেই নির্ভীক সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটিকে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করা হয়। এতে বক্তারা ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসাবে পালন করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহযরত শাহ বু-আলী কালন্দরের (ক.) বার্ষিক ওরশ আজ
পরবর্তী নিবন্ধঅক্সিজেনে পলিথিন কারখানা ও বেকারি সিলগালা