টেকনাফে হুন্ডির টাকা ও ইয়াবাসহ মোহাম্মদ নূর নামের একজনকে আটক করেছে র্যাব–১৫ এর সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে হ্নীলা বাজারের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়। আটক মোহাম্মদ নূর (৩১) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত কালা মিয়ার ছেলে।
কক্সবাজার র্যাব–১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে র্যাব–১৫, কক্সবাজার এর আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বড় বাজারের পশ্চিম পার্শ্বে দারুস সুন্নাহ মাদ্রাসার পাশে থাকা তিনতলা বিশিষ্ট মাস্টার মার্কেটের নিচ তলার ইছহাক কম্পিউটার সেন্টারের ভিতর অবৈধ মাদকদ্রব্য মজুদসহ ক্রয়–বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব–১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ নূর নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার দেহ ও দোকান তল্লাশি করে দোকানের টেবিলের ড্রয়ারের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ৪ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রয়/ইয়াবা কেনা–বেচার টাকা হুন্ডির মাধ্যমে পাচার লক্ষ্যে মজুদকৃত নগদ ৯ লাখ ১১ হাজার ৫৩০ টাকা, হুন্ডির কাজে ব্যবহৃত একটি এইচপি ব্রান্ডের ল্যাপটপ, দুটি এন্ড্রয়েড ফোন ও একটি বাটন মোবাইল, বিভিন্ন ব্যাংকের সর্বমোট ৯টি হিসাবের জমা বই, ৩৬টি চেকবই এবং একটি লাল কাভার বিশিষ্ট ডায়েরি জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।