বিটিএমএ’র মুখপাত্র হলেন সৈয়দ নুরুল ইসলাম

| শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৪:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ টেক্সটাইল মিলস্‌ এসোসিয়েশনের (বিটিএমএ) মুখপাত্র মনোনীত হলেন ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিইও ও বিটিএমএ’র পরিচালক সৈয়দ নুরুল ইসলাম। গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিটিএমএ’র বোর্ড অব ডিরেক্টরস’র সভায় সর্বসম্মতিতে সৈয়দ নুরুল ইসলামকে এসোসিয়েশনের মূখপাত্র হিসেবে মনোনীত করা হয়। তারই প্রেক্ষিতে ২১ অক্টোবর এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মনসুর আহমেদ স্বাক্ষরিত এক চিঠি প্রেরণের মাধ্যমে সৈয়দ নুরুল ইসলামকে বিটিএমএ’র মুখপাত্র নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয় এবং প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে ও দক্ষতার সাথে পালনে সৈয়দ নুরুল ইসলাম সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মুখপাত্র মনোনীত হওয়ার পর অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে সৈয়দ নুরুল ইসলাম বলেন, বস্ত্র ও পোশাক শিল্প খাতে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিটিএমএ ও বিজিএমইএ’কে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের তৈরী পোশাক রপ্তানিতে প্রায় ৭০ শতাংশ অবদান বিটিএমএ’র সদস্যদের যারা তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় তৈরি করে সেই কাপড় রং ও ফিনিশ করে পোশাক তৈরি কাজে নিয়োজিত গার্মেন্টস কারখানায় সরবরাহ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলিফিশ নিয়ে আরো বড় পরিসরে গবেষণা করা হবে
পরবর্তী নিবন্ধহুন্ডির ৯ লাখ টাকা ও সাড়ে ৪ হাজার ইয়াবা জব্দ, আটক ১