হালিশহরে মৌলভী নাদের আলী শাহ’র (রঃ) ওরশ ১৫ অক্টোবর

| বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১২:৫৬ অপরাহ্ণ

হযরত শামশুল ওলামা মৌলভী নাদের আলী শাহ (রঃ) এর বার্ষিক ওরশ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) আগামী ১৫ অক্টোবর ৩৮নং ওয়ার্ডের শেখ হাজী আব্দুল আলী মালুম বাড়ীতে এক আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিপিং ব্যবসায়ী এম ইউ এম আবুল হোসেন (বান্টু)। এতে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট সমাজসেবক, আলা হযরত সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মো: হানিফ সওদাগর। অন্যানদের মধ্য আরও উপস্থিত থাকবেন তৈয়ব, লায়ন শাহজান শরিফ, দিল মো: চৌধুরি (খোকন) আমি মো: ফোরকান আলী, মো: তাজুউদ্দিন, ইঞ্জিনিয়ার মজিবর, মো. জুয়েল, মো: দিদারুল ইসলাম, মো: মহিউদ্দিন (পিংকু) প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন নাদের আলী শাহ (রঃ) ৫ম আওলাদ এমডি মহসিন মুরাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদ ও পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধআন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চবি