নগরীর বন্দরের দক্ষিণ–মধ্যম হালিশহর ধুপপুল এলাকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে সেখানে ভোটের কোনো সরঞ্জাম ছিল না। প্রধান শিক্ষকের বসার কক্ষ ছিল এটি। আগুনে শিক্ষার্থীদের কিছু বই ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল ভোরে স্কুল ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শামিম মিয়া আজাদীকে বলেন, অগ্নিকাণ্ডের ফলে কিছু বইসহ স্কুলের ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে এক লাখ টাকার মালামাল। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত কিসে থেকে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সুলতানা বলেন, কীভাবে আগুন লেগেছে বা কারা আগুন দিয়েছে সেসব বের করার চেষ্টা করছি আমরা। নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দ্বাদশ সংসদ নির্বাচনের চট্টগ্রাম–১১ আসনের ৭০ নম্বর ভোটকেন্দ্র। এখানে মোট ভোটার ৩ হাজার ২৯২ জন। এর মধ্যে ১ হাজার ৬২৫ জন পুরুষ এবং ১ হাজার ৬৬৭ জন মহিলা।