দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় ডিম ছাড়ার মৌসুম চলছে। ডিম ছাড়তে হালদায় বিচরণ করতে শুরু করেছে মা মাছ। অপরদিকে মাছের আনাগোনা দেখে তৎপর হয়ে উঠেছে শিকারিরাও। তাদের তৎপরতা বন্ধে হালদায় নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার উপজেলার সাত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছেন ইউএনও মোহাম্মদ রুহুল আমিন। অভিযানে সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান এবং আইডিএফ ও আনসার সদস্যরা তাকে সহায়তা করেন।