হাটহাজারীতে হেফাজতের সমাবেশ-বিক্ষোভ মিছিল

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৪ মে, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে হাটহাজারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদে জুমা হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী পৌরসভার উদ্যোগে পৌরসভার ডাক বাংলো চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, তবে ঈমানআকীদার ওপর কোনো আপস নয়।

বক্তারা বলেন, বিতর্কিত নারী কমিশন অবিলম্বে বাতিল করতে হবে। ২০০৬ সালের ওঈঞ আইন পুনরায় পূর্ণরূপে বহাল করতে হবে। রাখাল রাহাসহ সকল শাতিমে রাসূলদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান প্রণয়ন করতে হবে।

মোহাম্মদ আসাদুল্লাহর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের পৌর সভাপতি জাহাঙ্গীর আলম মেহেদি। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হোসাইন, সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান শিকদার, যুগ্ম সম্পাদক মোরশেদুল আলম, সহকারী প্রচার সম্পাদক নুরুল আজিম বিনয়ী। এ সময় উপস্থিত ছিলেন নবজাগরণ শিল্পীগোষ্ঠীর পরিচালক আলমগীর বিন কবির, মো. জাকারিয়া, তৌহিদুল ইসলাম, ওবায়দুর রহমান, আবরার মিরাজ চৌধুরী, মিজানুর রহমান, শাহেদুল ইসলাম প্রমুখ। শেষে একটি বিক্ষোভ মিছিল হাটহাজারী পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধকোটি টাকা বরাদ্দ, এক বছরেও বাস্তবায়ন নাই সংস্কার কাজ
পরবর্তী নিবন্ধজাতীয় নাগরিক পার্টির উত্তর জেলার মতবিনিময় সভা