হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নে সরকারি শিশু পরিবারের (বালক) উদ্যোগে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিবাসীদের শিক্ষা ও প্রশিক্ষণের মানোন্নয়নের লক্ষে গত শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে অভিভাকদের মধ্যে বক্তব্য রাখেন মো. সায়মন, হিরু আকতার, পাইশিচিং মারমা নিংসাউ মারমা, সুইহ্লামং মারমা, পাইশিমং মারমা, আবদুর রাজ্জাক ও সরওয়ার আলম মনছুর। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মো. মমিনূল হক, উচ্চমান সহকারি মো. ছানাউল্লাহ, সহকারি শিক্ষক মুহাম্মদ হারুনর রশিদ, মো. আরিফ হোসেন, আইয়ুব চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি বলেন, নিবাসী শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে শিশু পরিবার কর্তৃপক্ষের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধান তাদের মেধা বিকাশে সহায়ক হতে পার।