হাটহাজারীতে যানযট নিরসনে অভিযান

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২ এপ্রিল, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভায় যানযট নিরসনে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে যানযট সৃষ্টিকারীদের অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মসিউজ্জামান জানান, পবিত্র রমজানে পৌরসভার বিভিন্ন স্থানে এক শ্রেণির অবৈধ দখলদার আইন অমান্য করে অবৈধ গাড়ি পার্কিং, সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করে জনদুর্ভোগ সৃষ্টি করে আসছে। এতে করে জনগণকে চরম ভোগান্তি পোহাতে হয় প্রতিনিয়ত। জনভোগান্তি দূর করতে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে দোকানের সামনে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে ২টি দোকানকে ১০০০ টাকা করে মোট ২০০০ টাকা এবং রাস্তার উপর অবৈধ পার্কিং করার দায়ে ৪টি টেক্সিকে ২০০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য প্রতিষ্ঠান ও যানবাহনকে সতর্ক করা হয়। অভিযানে হাটহাজারী পৌরসভার প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধখুলশী থেকে চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ