বিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২ এপ্রিল, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

চবি ইসলামের ইতিহাস প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি (সমমনা) : গত ৩০ মার্চ নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ সিএমপি পুলিশ অফিসার্স ম্যাসের রুপটপ রেস্টুরেন্ট আয়োজিত প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি (সমমনা) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চবি উপউপাচার্য প্রফেসর ড. সেকান্দর চৌধুরী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনিগুলোর মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি প্রথম সারির একটি। প্রফেসর ড. আবু ইউসুফ ও প্রফেসর ড. এনাম উল হক স্যারের পরামর্শে গঠিত এ সমিতি বিভাগের ঐতিহ্য ধরে রাখতে সুদীর্ঘ সময় ধরে কাজ করে আসছে। সমিতির সাবেক সভাপতি শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের সহসভাপতি গিয়াস উদ্দিন ও আবুল কদর। সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. এস.এম. বুরহান উদ্দিন। বক্তব্য রাখেন প্রফেসর ড. হেলালী, এড. মফিজুল হক ভুঁইয়া, মো. শাহ আলম, আলমগীর পারভেজ, এইচ. এম. সালামত উল্লাহ, অধাপক মো. ইউনুস চৌধুরী, অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন, লেয়াকত হোসেন খোকন, সুলতানা সুকন্যা বাশার, মনিরুজ্জমান ও ফজলুল কবির খসরু প্রমূখ।

চবি ২০ তম ব্যাচ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের ইফতার মাহফিল গতকাল একটি কমিউনিটি সেন্টারে আহ্বায়ক ড. মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এত মামুন হোসেন, কায়সার শহীদুল্লাহ, অধ্যাপক ইউনুস মিয়া, মিজানুর রহমান, মহসিন চৌধুরী, রোকন উদ্দিন, মনজিত ধর, মুস্তফা কামরুল ইসলাম, পরভীন আকতার, মিনার খান, মাইনুদ্দিন আহমেদ বাবু, . সাইফুদ্দিন হাসান আলী, মনজুর কাদের, ফোরকান আজমসহ দুই শতাধিক ব্যাচের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শেখ রাসেল মেমোরিয়াল জাতীয় সমাজ কল্যাণ সংস্থা : ফটিকছড়ি প্রতিনিধি জানান, বাংলাদেশ দেশরত্ন পরিষদ ও শেখ রাসেল মেমোরিয়াল জাতীয় সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফটিকছড়িতে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৩১ মার্চ) মাইজভান্ডার এলাকায় বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফার নেতৃত্বে কয়েক শতাধিক পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেনবাংলাদেশ দেশরত্ন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি এম এ তালেব, ইউপি সদস্য তৌহিদুল আলম, আব্দুল হালিম প্রমুখ।

আমরা একুশ চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আমরা একুশ চবি’ এর উদ্যোগে চট্টগ্রাম ক্লাবে ২৯ মার্চ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক ও চট্টগ্রাম ওমরগনি এসইএস কলেজের অধ্যক্ষ আ,,ম সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চাকসু সহ ক্রীড়া সম্পাদক ও সংগঠন এর সাধারণ সম্পাদ মহিউদ্দিন বাদল, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মুহম্মদ রেজা, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, উপাধ্যক্ষ সুস্মিতা সুলতানা, অধ্যক্ষ আব্দুল মালেক, আকরামুল হক আজাদ, এডভোকেট মীর আহমদ মিন্টু, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম সোহেল, মানিক মজুমদার, সবুজ নাথ, মৃদুল চৌধুরী প্রমুখ।

বোয়ালখালী প্রেসক্লাব : বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে(স্বাধীনতা) এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, গোমদন্ডী পাইলট মডেল উ”চ বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম বাবুল, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, প্রেসক্লাবের আজীবন সদস্য আহসানুল করিম, কাউন্সিলর হাজি নাছের আলী, নেজাম উদ্দিন মাহমুদ হোসেন, জসিম উদ্দিন, খোরশেদ আলম, আশরাফ উদ্দিন কাজল, জাহাঙ্গীর আলম, ইসমাঈল হোসেন চৌধুরী আবু, আরিফ উদ্দিন জুয়েল, হারুনুর রশীদ, হেলাল উদ্দিন টিপ, শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মো: মীর নওশাদ, খসরু পারভেছ, ফারুক হোসেন, শাহানাজ পারভিন নিলু, গিয়াস উদ্দিন চৌধুরী, এম,এ তালেব, মাহমুদুল হক মেম্বার, হাজি আবু আকতার, বেলাল মোহাম্মদ সাইফুদ্দিন, মর্জিনা বেগম, মোরশেদ আলম, এস,এম কাজেম, মোহাম্মদ জসিম প্রমূখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, এস,এম মনজুর আলম, লোকমান চৌধুরী, এডভোকেট সেলিম চৌধুরী, অধীর বড়ুয়া, ফারুক ইসলাম, মোঃ এমরান চৌধুরী, সাইফুদ্দিন খালেদ, সৈয়দ নজরুল ইসলাম, এস,এম নাঈম উদ্দিন, প্রভাষ চত্রবর্তী, জাহিদ হাসান, খোরশেদুল আলম, শাহা আলম বাবলু, খোলশেদ আলম, মাহবুব আলম রাসেল, আনোয়ার হোসেন প্রমুখ।

পটিয়া এমএ খালেক ফাউন্ডেশন : পটিয়া উপজেলায় এমএ খালেক ফাউন্ডেশনের (চাচা খালেক) উদ্যোগে অসহায় ও সুস্থ ১০০০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ১ এপ্রিল (সোমবার) সকালে শোভনদন্ডী ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডে এ ইফতার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: মুছা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান খোকন,আমির হোসেন, ওসমান গনি, আইয়ুব মেম্বার, খোরশেদ মেম্বার। একইদিন বিকেল খরনা ইউনিয়নের যুব নিশান ক্লাবে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার। এতে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সিরাজুল ইসলাম মাস্টার, খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান, কবির আহমদ সওদাগর, শফিউল বারী বাবুল, ইসহাক মিয়া, আলমগীর মেম্বার, টি এম মুছা মেম্বার, মনোয়ারা বেগম মেম্বার, শেফালী রুদ্র মেম্বার।

২নং জালালাবাদ ওয়ার্ড : ২নং জালালাবাদ ওয়ার্ড যুবলীগের যুব সংগঠক মো. রেজাউল আলম রিপনের উদ্যোগে রান্না করা ইফতার এতিম ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয় বালুচরাস্থ বাজারের জনতা ব্যাংকের সামনে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজাদা কাজী আবদুল মালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন আলম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ আজম, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রিদুয়ান আইয়ুব রিদয়, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা রাকিবুল ইসলাম সেলিম, ঈসমাইল, মহানগর যুবলীগ নেতা আমিনুল করিম, মিজানুর রহমান, মো. আজম, হায়দার আলী সাদ্দাম, নাঈম উদ্দিন সাফাত, শ্রমিকলীগ নেতা জুয়েল খান, ছাত্রলীগ নেতা মোজাম্মেল হোসেন মায়া, তানজিল বিন রফিক, ইমদাদুল ইসলাম আসিফ প্রমুখ।

পাঁচলাইশ থানা বিএনপি : চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেছেন পাঁচলাইশ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ জাকির হোসেন। গতকাল সোমবার নগরীর পাঁচলাইশ থানার বহদ্দারহাট সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য পাঁচলাইশ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ চট্টগ্রাম মহানগরীর আহবায়ক মারুফুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহসাহিত্য প্রকাশনা সম্পাদক হামিদুল হক চৌধুরী হামিদ, ৮নং শুলকবহর ওয়ার্ড যুবদলের আহবায়ক সাদেক হোসেন, নগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক রিদওয়ান আলী প্রমুখ।

মঞ্চ সংগীত শিল্পী সংস্থা : পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল নগরীর একটি কনভেনশন হলে সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর জিয়াউল হক সুমন, কাউন্সিলর পুলক খাস্তগীর, বাংলাদেশ বেতারের ডিআরডি নাজমুল হাসান, নাট্যজন সাইফুল আলম বাবু, এনএইচটি হোল্ডিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ তানসির, শিল্পী কায়সারুল আলম, সাংবাদিক রুপম চক্রবর্ত্তী, সাংবাদিক নজরুল ইসলাম, যুবনেতা সুমন দেবনাথ, ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার, শিল্পী সাইফুদ্দীন মাহমুদ খান, ব্যবসায়ী নারায়ণ কর্মকার, বেতারের প্রযোজক পাপিয়া আহমেদ, গীতিকার হুমায়ুন চৌধুরী, এ্যাড. কাইছার উদ্দীন, ইকবাল পিন্টু, মোস্তাফিজুর রহমান, নাদিরা পারভীন পারুল, জুয়েল পাল, এনায়েত সানী, হোসাইন শরীফ, মোঃ মহিউদ্দিন প্রমুখ।

চান্দগাঁও থানা ছাত্রলীগ : পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীতে চান্দগাঁও থানা ছাত্রলীগের সহসভাপতি মোঃ আবদুল্লাহ আল আহসান হিমেলের উদ্যোগে ২৭ মার্চ রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম. আশরাফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক ইউনিট আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর, সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দীন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বাচা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ নিশাত, শহিদুল আলম জনি, মেহেদী আদনান, ছাত্রলীগ নেতা শাহরিয়ার শুভ, মোঃ আহাদুজ্জামান, মোঃ সৌরভ, মোহাম্মদ আরমান, মোহাম্মদ অহিদ, মোহাম্মদ রাতুল, মোহাম্মদ জারিফ, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ মেহেদী, মোহাম্মদ বাবলু, মোহাম্মদ আরিফ, মিনকা, মোহাম্মদ বাহার, রাজু প্রমুখ।

গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখা : গাউসিয়া কমিটি বাংলাদেশ আমেরিকা নিউইয়র্ক শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ মঈনুল হকের পরিচালনায় সমপ্রতি নিউইয়র্ক ব্রুকলিন ম্যাকডোনাল্ড অ্যাভিনিউস্থ চট্টগ্রাম সমিতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে গাউছিয়া কমিটিসহ আমেরিকার বিভিন্ন ধর্মীয়, সামাজিক এ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুনাজাতে ফিলিস্তিনসহ বিশ্বের সকল মুসলিমের রহমত, মাগফেরাত এবং নাজাতের জন্য দোয়া কামনা করা হয়।

বাকলিয়া এনএমএমজে কলেজ ছাত্রলীগ : নগরীর বাকলিয়া শহীদ নুর হোসেন, ডা. মিলন, মোজাম্মেল, জেহাদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় ৮ম বারের মতো গতকাল রোজাদার ও পথচারীদের মাঝে শরবত ও খেজুর বিতরণ করা হয়। এনএমএমজে বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক আহবায়ক মোহাম্মদ আজমীর শাহ’র সভাপতিত্বে ও ছাত্রনেতা হাসান রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের অর্থসম্পাদক ও ৩৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মান্না বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ৩৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক রায়হান। উপস্থিত ছিলেন ৩৫নং ওয়ার্ড যুবলীগ নেতা সাঈদ হোসেন সোহেল, জামশেদ নুর, আমিরুল কবীর সুমন, ফাহাদ আসিফ, আব্দুল্লাহ আল নোমান, পলাশ চন্দ্র দেবনাথ, আলাউদ্দিন, ফরহাদ, সামির, মেহেদী, রিয়াদ, সাব্বির, জামিল, নাজমুল, ইমরান, হামিদ, জয়, আবির, রাফি প্রমুখ।

অধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশন : অধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশনের উদ্যোগে ৩১ মার্চ চকবাজারস্থ বিজ্ঞান পরিষদ ভবন ফাউন্ডেশন কার্যালয়ে দুস্থদের ম্লাঝে ঈদবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল ফাউন্ডেশনের সভাপতি এড. ডা. মো. ছমি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ডা. আবদুল করিম। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. এম এ ফজলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, অজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. ফেরদৌসী বেগম, বাহোপ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ, বাহোপ চট্টগ্রাম জেলা সভাপতি ডা. দেবব্রত ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক ডা. এনামুল হক এনাম, বিএইচএমএ চট্টগ্রাম জেলা সম্পাদক ডা. মো. শামশু উদ্দিন, ডা. মৃদুল কান্তি দে, অধ্যাপক ডা. ছরওয়ার আলম, ডা. দুলাল কান্তি চৌধুরী, এড. মো. ইউনুস, ডা. ছালেহ জাহাঙ্গীর, ডা. রতন চক্রবর্তী, অধ্যক্ষ জোহরা আবজুন শিউলি, ডা. মোহাম্মদ মহসিন, জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন রেভা রাণী দাশ, ডা. মোহন চৌধুরী, মো. আশিক, এনামুল হক এনাম, আনিসুল হক, শ্যামলী ভট্টাচার্য্য, আইরিন, নাইম, রাশেদুল ইসলাম, ফরহাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে যানযট নিরসনে অভিযান
পরবর্তী নিবন্ধবিটিভি চট্টগ্রামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি