হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নে ফ্রিজের আগুন থেকে একটি বসতঘর পুড়ে গেছে।
গতকাল সোমবার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে চৌধুরী হাটের সর্দার পাড়া ঝুন্টু দাশের বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় অভি দাশ নামে এক ব্যাক্তি জানান, সোমবার রাতে সর্দার পাড়া ঝুন্টু দাশের বসতঘরে ফ্রিজে বিদ্যুতের লাইন দেওয়ার সময় হঠাৎ ফ্রিজের কম্প্রেশারে বিকট শব্দ হয়। এ সময় ঘরে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ঝুন্টু দাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলেও স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, “আমরা স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ততক্ষণে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্থানীয়দের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।”