হাটহাজারীতে পুকুর থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ১২:৪১ অপরাহ্ণ

হাটহাজারীতে একটি পুকুর থেকে নাম পরিচয়বিহীন আনুমানিক ত্রিশ বত্রিশ বছর বয়সী এক মহিলার লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী কৃষি ফার্ম রোড়েে দক্ষিণ পাশে পৌরসভার ১নং ওয়ার্ডস্থ পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয় লোকজন ওই পুকুরটিতে এক মহিলার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। লাশটি আনুমানিক ত্রিশ বত্রিশ বছর বয়সী নারীর। পরে পুলিশ লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি সম্পন্ন করে লাশটি থানায় নিয়ে যায়।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাজমুল হাসান বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ প্রতিবেদককে লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এখনো উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কিশোরীকে নিয়ে উধাও হওয়া সেই যুবক গ্রেফতার, মেয়ে উদ্ধার
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ছড়া খালে ভাসছিল কিশোরের মরদেহ