হাটহাজারীতে তিন মাদককারবারি আটক

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ৯৫ লিটার চোলাই মদ ও ২১ পিস ইয়াবাসহ মো. নুর হোসেন (৩৫), মো. রমজান আলী (৩৪),রহিম উদ্দিন,(২৪) নামে তিন মাদক কারবারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলাধীন পাহাড়তলী চিকনদন্ডী ও ধলই ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নোয়াখালী কালাতরব ইউপির হাওলাদার বাড়ী প্রকাশ মালেক সওদাগরের বাড়ির আবদুল মালেকের পুত্র, পশ্চিম ধলই আব্দুর রহমান টেন্ডলের বাড়ির মৃত মনার পুত্র, চকরিয়া উপজেলার বাজার পাড়ার কালা চাঁন এর পুত্র।

এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন, তিনি আরো জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।