হাটহাজারীতে ছাত্রলীগ নেতা আটক

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে উত্তর জেলা ছাত্রলীগের সহসম্পাদক ইমরান হোসেন বাপ্পিকে (২৯) আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খন্দকীয়া গ্রামের শাহজাহানের ছেলে। হাটহাজারী থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে ইমরান হোসেনকে আটক করা হয়। গতকাল শনিবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিটিভি, চট্টগ্রাম কেন্দ্রে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আজ
পরবর্তী নিবন্ধপরিচ্ছন্ন চমেক গড়তে ২০০ বর্জ্যের বিন স্থাপন