গাছের মগডালে
পিকের কুহু কুহু ডাকে
হঠাৎ মধ্যরাতে
আমার ঘুম ভাঙে।
পালাবদলের হাওয়া বহে
আবারও কি বাসন্তি রঙে
রঙিন হবে প্রকৃতি?
বৃক্ষ ক্রমশ সবুজাভ
পাতাঝরার দিন শেষ হয়ে আসে
শৈত্যপ্রবাহ হেঁটে হেঁটে চলে যায় হিমালয়ে।
রেজাউল করিম | রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০১ পূর্বাহ্ণ