সড়কে শৃঙ্খলা আনতে ড্রাইভার হেলপার ও মালিকদের সচেতন হতে হবে

বন্দর ট্রাফিক পুলিশের সচেতনতামূলক সভা

| শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৯:৩০ পূর্বাহ্ণ

পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক সচেতনতামূলক এক সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। সিএমপির ট্রাফিক বন্দর বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডিসি ট্রাফিক বন্দর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

 

ইপিজেড টিআই কামরুজ্জামান রাজের সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে মালিক ও শ্রমিকদের সমন্বয়ে অনুষ্ঠিত সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডিসি ট্রাফিক বন্দর রাশেদুল হক চৌধুরী, বন্দর টিআই প্রশাসন মো. আমির ফারুক, মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় মালিক ও শ্রমিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিসি ট্রাফিক বন্দর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে ড্রাইভার হেলপার ও মালিকদের সচেতন হতে হবে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বলেন, আপনার আমার আমাদের সবার একটি পরিবার আছে। সে পরিবারের কথা চিন্তা করে আপনারা যখন রাস্তায় চলাচল করবেন যখন গাড়ি চালাবেন সবাই সচেতনতা অবলম্বন করবেন। বিশেষ করে ট্রাফিক আইন যথাযথভাবে প্রতিপালনের সর্বদা সচেষ্ট থাকবেন।

ট্রাফিক আইনের উপর দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, যত্রতত্র সড়কে যানবাহন পার্কিং বন্ধ করতে হবে। নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে
পরবর্তী নিবন্ধলালন পরিষদের সভা