সড়কে মৃত্যুর মিছিল

যিকরু হাবিবীল ওয়াহেদ | সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

সড়ক দুর্ঘটনা বর্তমান সময়ে মহামারী আকার ধারণ করেছে। সম্প্রতি বেশ ক’টি সড়ক দুর্ঘটনায় চকরিয়ায় একসাথে ৫ভাই, রাউজান নোয়াপাড়ায় একজন প্রকৌশলী আর নগরীতে একজন নারী ডাক্তার মারা গেলেন। যার ফলে নিহতদের পরিবারে নেমে এসেছে কালো ছায়া। ধূলিসাৎ হয়ে গেছে হাজারো স্বপ্ন। সড়কে কেন এতো দুর্ঘটনা? কারণ কী? দেখা যায় ফুটপাত দখল করে দোকান নির্মাণ, গাড়ির অতিরিক্ত গতি, ওভারটেকিং, গাড়ি ওভারলোডিং, অপ্রশস্ত রাস্তা, ট্রাফিক অব্যবস্থাপনা এবং আইন অমান্য করা ইত্যাদি। সড়ক দুর্ঘটনায় উপরের বিভিন্ন কারণগুলো যেমন বিদ্যমান, তেমনি ট্রাফিক আইন অমান্য করাও বিদ্যমান। ট্রাফিক আইন অমান্য করবার ফলে সড়ক দুর্ঘটনা বেড়েছে বহুগুণ। চালক যাত্রী পথচারী সকলকে ট্রাফিক আইন মানাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাথে সাথে চালকদের প্রশিক্ষণ, সড়ক আইন সম্পর্কে বেশি করে প্রচার, আইনের যথাযথ প্রয়োগ, ফুটপাত দখলমুক্ত করা,ট্রাফিক ব্যবস্থার ডিজিটালাইজেশন করা, রাস্তায় ভাসমান দোকান বন্ধ, যত্রতত্র গাড়ি পার্কিংমুক্ত করা, গাড়ির গতিরোধ এবং গাড়ির ওভারলোডিং নিয়ন্ত্রণ করা সর্বোপরি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারলেই সড়কে মৃত্যুর মিছিল বন্ধ হবে। লেখক: সংগঠক।

পূর্ববর্তী নিবন্ধকাব্যেই প্রাণ
পরবর্তী নিবন্ধবইয়ের পরিপূরক ইন্টারনেট নয়