সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ২ ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার শাহ আমানত সেতু সংযোগ সড়কের কল্পলোক আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এ সময় চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন। প্রেস বিজ্ঞপ্তি।