সড়ক-মহাসড়কে প্রতিদিন দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল। মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে অবকাঠামোর ভিত্তিতে কঠোর আইন বাস্তবায়নের দাবিতে নগরীর চেরাগী পাহাড় চত্বরে চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও চসিকের সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সড়ক দুর্ঘটনা সীমাহীন বেড়েছে। গত এক মাসে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সত্তর ব্যক্তির প্রাণহানি ঘটেছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশেষ করে চকরিয়ায় গত ৩ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২১ ব্যক্তি। প্রতিদিন বাড়ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। আমরা আর লাশের মিছিল দেখতে চাই না। সরকারি নজরদারি ও অবকাঠামোর ভিত্তিতে অবিলম্বে সড়ক-মহাসড়কে দ্রুত দুর্ঘটনা বন্ধ করতে হবে।
বক্তারা বলেন, এ অনিয়ম চলতে পারে না। সরকারকে কঠোর হতে হবে। ফিটনেন্স বিহীন যানবাহন চালকদের আইনের আওতায় এনে সড়ক-মহাসড়কে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফর আলী। বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সুমন দেবনাথ, হাবিবুর রহমান হাবিব, কামাল উদ্দীন চৌধুরী, আকতার হোসেন, আলী নেওয়াজ, সরোয়ার উদ্দীন, ওসমান গণি, মোহাম্মদ হোসেন, হাজী ছিদ্দীক আহমেদ, এম এ সালাম, রাশেদুল হক খোকন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।