স্মার্ট সীতাকুণ্ড করতে ইউপি চেয়ারম্যানদের ভূমিকা রাখতে হবে

ইউপি চেয়ারম্যান সমিতির সভায় এমপি মামুন

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:৩৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ এস এম আল মামুন বলেছেন, সীতাকুণ্ডে রাজস্ব খাতে অবকাঠামো উন্নয়নে অধিক বরাদ্দ দেয়া হবে। তা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সুষম বন্টনে জনগনের মাঝে বিতরণ করা হবে। চেয়ারম্যানরা এলাকার জনগনের জন্য কাজ করে যাচ্ছেন।স্মার্ট সীতাকুণ্ড করতে হলে ইউপি চেয়ারম্যানদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। তিনি গতকাল সীতাকুণ্ড ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে ইউপি চেয়ারম্যান সমিতি গঠন উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় মো.ছাদাকাত উল্ল্যাহকে সভাপতি এবং মোরশেদ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট চেয়ারম্যান সমিতি গঠন করা হয়েছে। সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন, মনির আহমেদ, সালাউদ্দিন আজিজ, এস এম রেজাউল করিম বাহার।

পূর্ববর্তী নিবন্ধচক্ষু চিকিৎসক সমিতি, চট্টগ্রাম শাখার সেমিনার
পরবর্তী নিবন্ধচেম্বার নেতৃবৃন্দের সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময়