স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হল শিক্ষার্থীরা

সরফভাটা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে পেয়ারুল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫৭ পূর্বাহ্ণ

জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, মেধার গুণে বঙ্গবন্ধু যেমন টুঙ্গী পাড়ার খোকা থেকে জাতির পিতা হয়েছেন, ঠিক তেমনি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর হল শিক্ষার্থীরা। মেধাবী শিক্ষার্থী হতে হবে। প্রকৃত পক্ষে জ্ঞানই মানুষকে ধনী করে। সমাজ পাল্টাতে এবং উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তিনি গতকাল সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আবদুর রউফ মাস্টার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য খালেদ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আক্তার কামাল চৌধুরী, বিদ্যালয়ের সাবেক সভাপতি এম মুজিবুল ইসলাম সরফী, শামসুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, আহসান হাবিব, ইসকান্দর মিয়া তালুকদার, আবুল ফজল, জাহাঙ্গীর সেলিম, এনায়েতুর রহিম, আবুল কালাম চৌধুরী, সিরাজুল ইসলাম, দিদার আলম, মো. সেলিম, সাহেদুর রহমান, মোহাম্মদ হাছান, জান্নাতুল আদন, শিক্ষক সদস্য এম কপিল উদ্দিন আহমেদ, মো. কামরুল হাছান, আমেনা বেগম প্রমুখ। শেষে বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং বার্ষিক ক্রীড়ায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরিয়াজউদ্দিন বাজারে চোরাই মোবাইল বিক্রি, চক্রের সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমাদরাসা শিক্ষার্থীদেরও মেধার পরিচয় দিতে হবে