স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা শফি আহমেদের ইন্তেকাল

প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক শফি আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, শফি আহমেদের মরদেহ নেত্রকোণায় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার আগে আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক শফি আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। শফি আহমেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতিতে শফি আহমেদের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারপরিজন, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম মাদরাসার ফাযিল ১ম বর্ষ ও কামিল ২য় পর্বের সবকদান
পরবর্তী নিবন্ধঅ্যাডভোকেট আনোয়ারুল কবির চৌধুরীর ইন্তেকাল