স্বামীকে নামিয়ে বাসে নারীকে ধর্ষণ গাজীপুরে আটক ৫

| রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

স্বামীকে ভয়ভীতি দেখিয়ে নামিয়ে দিয়ে গাজীপুরের একটি বাসে নারীকে ধর্ষণের ঘটনায় চালক ও তার দুই সহকারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সানোয়ার হোসেন জানান, গ্রেপ্তারদের মধ্যে বাসের হেলপার-চালক-কন্ডাক্টর ছাড়াও অন্য বাসের দুই কর্মী রয়েছেন। তাদের পরিচয়সহ বিস্তারিত আজ রোববার সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বলে জানান তিনি। খবর বিডিনিউজের।
সানোয়ার হোসেন জানান, শুক্রবার রাত সোয়া ৩টার দিকে ৮-১০জন যাত্রী নিয়ে গাজীপুর মহানগরের বাইপাস মোড় এলাকা থেকে তাকওয়া পরিবহনের একটি বাস শ্রীপুরের উদ্দেশ্যে রওনা হয়। বাসটিতে ধর্ষণের শিকার ওই নারী এবং তার স্বামীও ছিলেন। এক পর্যায়ে বিভিন্ন স্থানে অন্য যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শ্রীপুরের মাওনা ফ্লাইওভারে পৌঁছার আগে ওই নারীর স্বামীকেও ভয়-ভীতি দেখিয়ে ও জোর করে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। পরে বাসটি মাওনা হয়ে রাজেন্দ্রপুরের দিকে চলে যায় জানিয়ে তিনি বলেন, পথিমধ্যে ওই নারীকে ধর্ষণ করে তার সঙ্গে থাকা মোবাইল, নগদ টাকা ও অন্যান্য মালপত্র রেখে রাজেন্দ্রপুরের কাছে নামিয়ে দেয়। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হলে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ওই নারীর মোবাইল ফোন এবং মালপত্র উদ্ধার করা হয়েছে। ওই বাসটিও জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে সঙ্কট তৈরি করবে আশঙ্কা বাম নেতাদের
পরবর্তী নিবন্ধএক লাফে ৫৫ টাকা ভাড়তি ভাড়া দাবি, বাকবিতণ্ডা