স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ১০:১০ পূর্বাহ্ণ

একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের তিনটি দেশ নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, আজ আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ঘোষণা করবে যে আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি। আজকের ঘোষণার আগ পর্যন্ত আমি অন্য বেশ কয়েকজন নেতা ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আরও কয়েকটি দেশ আমাদের সঙ্গে যোগ দেবে বলে বিশ্বাস আমার। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধজাবালিয়ার কিছু অংশ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী
পরবর্তী নিবন্ধভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট তো লাম