স্বাধীনতা

সরওয়ার আরমান | রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৫:৩৩ পূর্বাহ্ণ

স্বাধীনতা আমার ভাইয়ের
রক্তে আঁকা ছবি,
স্বাধীনতা তুমি রক্ত লালে
লাখ শহীদের রবি।

স্বাধীনতা তুমি বাংলাদেশ
অর্জিত মহা নাম,
স্বাধীনতা মুক্ত বাতাসে
অজস্র ফুলের ঘ্রাণ।

পূর্ববর্তী নিবন্ধআমাদের বিজয়
পরবর্তী নিবন্ধপ্রায়শ্চিত্ত