রেনু মায়ের স্নেহের মানিক
ছোট্ট রাসেল সোনা
বুকটা জুড়ে ছিল যে তার
হাজার স্বপ্ন বোনা।
স্বপ্ন যে তার ছিল হবার
আর্মি অফিসার
পিতার মতো দেশের কথা
ভাববে আগে সবার।
মানবতার আলো ছড়ায়
করবে আঁধার দূর
এক কাতারে মিলবে সবাই
বাজায় মিলন সুর।
স্বপ্ন যে তার স্বপ্ন হয়ে
রয়ে গেল শেষে
রক্তপাতের বইল ধারা
স্বাধীন বাংলাদেশে।
কী ছিল তার অপরাধটা
কে দেবে তার উত্তর?
রাসেল ছিল তোমার আমার
স্বপ্নেরই রাজপুত্তর।
রাসেল সোনার কন্ঠ আজো
কানের মাঝে বাজে
রাসেল আছে মিশে বাংলার
সকল শিশুর মাঝে।