দেশের দক্ষিণ–পূর্ব অঞ্চলের অন্তত ছয়টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত। কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও অধিকাংশ জায়গায় এখনও দুর্বিষহ জীবন কাটাচ্ছেন মানুষরা। দেশের এই ক্রান্তিলগ্নে যে যেভাবে পারছেন সহযোগিতার হাত বাড়াচ্ছেন। ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানে বন্যার্তদের সহায়তায় ত্রাণ সংগ্রহে ভিন্নরকম উদ্যোগ নিয়েছে ‘পোর্টসিটি এলায়েন্স’। চট্টগ্রাম ও ঢাকার ছোট–বড় প্রায় ৩০টি গানের দল এবং মিউজিশিয়ানদের সমন্বয়ে গঠিত হয়েছে এই প্ল্যাটফর্ম। চট্টগ্রাম শহরের নানা জায়গায় গান গেয়ে অনুদান সংগ্রহ করছেন তারা। গত শুক্রবার থেকে এই ক্যাম্পেইন করে যাচ্ছেন তারা। এই প্ল্যাটফর্মের শুরু করেছেন চট্টগ্রামের ছয় যুবক। তারা হলেন, বুখারী, ফারহান, মুরসালিন, নিয়াজ, আরাফাত ও নাইম। তারা সবাই বিভিন্ন গানের দলের সঙ্গে রয়েছেন। পরবর্তীতে এটি জনপ্রিয়তা লাভ করেছে। অন্যরাও এগিয়ে এসেছেন।
প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতাদের একজন বুখারী আজাদীকে বলেন, আমরা অল্প কয়জন মিউজিশিয়ান মিলে স্ট্রিট মিউজিকের মাধ্যমে ক্যাম্পেইনটা শুরু করেছি। ধীরে ধীরে মিউজিশিয়ানদের সংখ্যা ও তাদের সহযোগিতা আশানুরূপভাবে বাড়তে শুরু করেছে। সবার আন্তরিকতায় আমরা ক্যাম্পেইনটাকে কনসার্টের দিকে নিয়ে যাচ্ছি যাতে সর্বস্তরের মানুষ বন্যার্তদের পাশে দাঁড়াতে পারেন। তিনি আরও বলেন, এই কয়দিনে বেশ ভালোই সাড়া পাচ্ছি। সবার আন্তরিকতা শুধুমাত্র বন্যাকবলিত মানুষদের জীবন বাঁচাতে। এখন পর্যন্ত আমরা দেড় লক্ষাধিক টাকা অনুদান পেয়েছি। আমাদের কয়েকটা টিম ইতিমধ্যে কাজ করছে। আমরা চাচ্ছি ভালো একটা অনুদান সংগ্রহ করে কাজে নামতে। এক্ষেত্রে বেশি প্রধান্য পাবে বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজে। বন্যা শেষ হলে সমস্যা আরও বেড়ে যায়, আমরা তখন কাজ করবো। তিনি আরও বলেন, আমরা ফেনীর একটা জায়গা ঠিক করেছি। সেখানে আমরা পুনর্বাসনের কাজ করবো। এছাড়া আমাদের মেডিকেল টিম থাকবে, তারা বন্যা পরবর্তী স্বাস্থ্য নিয়ে কাজ করবে।
আয়োজকদের অন্যান্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন বিকেল তিনটা থেকে শহরের বিভিন্ন জনবহুল স্থানে ‘পথ কনসার্ট’ আয়োজন করে তারা। প্রতিটি পথ কনসার্টে জনসাধারণকে ভিড় করতে দেখা গেছে। তারা গান উপভোগ করেন পাশাপাশি অনুদান দেন। প্রতিদিন সংগীত প্রেমীদের সংখ্যা বাড়ছে। স্ব–উৎসাহে গিটার, কাহন নিয়ে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ব্যান্ডের দেড় শতাধিক ভোকাল, গিটারিস্ট কোনো পারিশ্রমিক ছাড়াই গান করছেন। এখন পর্যন্ত নগরের বিপ্লব উদ্যান, খুলশী, ষোলশহর, কাজীর দেউড়ি, জামালখান মোড় ও বালি আর্কেডসহ নানা জায়গায় পথ কনসার্ট আয়োজন করা হয়েছে।
তিরন্দাজ ব্র্যান্ডের ভোকাল শান শাহেদ আজাদীকে বলেন, আমাদের কিছু ভাই বন্যার্তদের সহায়তায় এই প্ল্যাটফর্ম করেছে। আমরাও এটার সাথে কাজ করছি। প্রতিদিন সাহায্য আসছে। এখানে সবাই স্বেচ্ছায় কাজ করছে। আমরা টানা গত ৬ দিন নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিকেল থেকে বন্যার্তদের জন্য স্ট্রিট মিউজিকের মাধ্যমে ক্রাউড ফান্ডিং করে আসছি। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় আমরা আগামী ৭ সেপ্টেম্বর ‘ফাইট এগেইনস্ট ফ্লাড’ কনসার্টের আয়োজন করতে যাচ্ছি জেলা শিল্পকলায়। যেখানে আমাদের সহযোগিতা করতে এগিয়ে এসেছেন অনেকেই। এক ঝাঁক ব্যান্ড কোনো পারিশ্রমিক ছাড়াই শো করতে আগ্রহ প্রকাশ করেছে। ভেন্যু এবং লজিস্টিঙ সহায়তা পাচ্ছি একেবারে বিনা পয়সায়।
গতকাল বুধবার সন্ধ্যার পর পথ কনসার্টের আয়োজন করা হয় জামালখান মোড়ে। সরেজমিনে দেখা যায়, মোমবাতি জ্বালিয়ে ২৫–৩০ জন গান করছেন। উৎসুক জনতা সেটি উপভোগ করছেন। অনেক পথচারী দাঁড়িয়ে থাকছেন দীর্ঘক্ষণ। করছেন অনুদানও। বাংলা, ফোক ও ক্ল্যাসিকসহ নানা ধরনের গান করছেন তারা। আসলাম নামে এক পথচারীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, বন্যায় অনেকে কষ্ট পাচ্ছেন। তাদের সহায়তায় সবাই নিজেদের জায়গা থেকে এগিয়ে আসছেন। যারা গান করেন তাদের প্রতিভাই হলো এটা। এই প্রতিভাকে কাজে লাগিয়ে তারা দারুণ উদ্যোগ নিয়েছে। বন্যার্তদের সহায়তায় এরকম উদ্যোগ প্রশংসনীয়। দোয়া করি যাতে তাদের উদ্যোগ সফল হয়।