সীতাকুণ্ডে একটি জাহাজভাঙ্গা কারখানায় স্ক্র্যাপ জাহাজের ওপর থেকে পড়ে রণবিক্রম ত্রিপুরা (২৭) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরি হাটের এসএল স্টিল নামে জাহাজভাঙ্গা কারখানায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার খর্গপাড়া পেজগাং গ্রামের বাসিন্দা।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ওই নিরাপত্তা প্রহরী ভোররাতে জাহাজ থেকে নামার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান।
এ সময় স্থানীয় শ্রমিকেরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।