সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুলআজিজ দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার ছেলে ও উত্তরসূরী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নাম ঘোষণা করেছেন। তার আরেক ছেলে প্রিন্স খালিদকে বানানো হয়েছে প্রতিরক্ষামন্ত্রী। মঙ্গলবার এক রাজকীয় আদেশে এসব জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
দেশটির মন্ত্রিসভায় এ রদবদলে বাদশাপুত্র প্রিন্স আবদুলআজিজ বিন সালমান জ্বালানিমন্ত্রী হিসেবে বহাল আছেন। বদলায়নি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান ও বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহর দপ্তরও। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দীর্ঘদিন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামলেছেন। তিনিই এখন বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ মিত্র দেশটির ‘ডি-ফ্যাক্টো’ শাসক। এমবিএসের ছোট ভাই প্রিন্স খালিদ বিন সালমান এর আগে ছিলেন উপপ্রতিরক্ষামন্ত্রী। মঙ্গলবারের রাজকীয় আদেশে আরও বলা হয়েছে, মন্ত্রিসভার কোনো বৈঠকে বাদশা সালমান থাকলে সেখানে তিনিই সভাপতিত্ব করবেন।