রাত্রিবেলার ঘোমটা তুলে সূর্য দিলে উঁকি
অন্ধকারের ছুটি হতেই রোদের বুজরুকি!
কুসুম কুসুম সূর্য থেকে লাফিয়ে নামা রোদ
রঙ বাঙের লাল কমলা মিষ্টি মিশেল বোধ
চিলের পিঠে উড়ালি রোদ পালকে রয় মিশে
কোন ঠিকানায় গন্তব্য, নাই কোন তার দিশে
মোরগ ছানার কাঁচা হলুদ রঙটা করে চুরি
গাঁদা ফুলের ঠমক বাড়ে, আহা কী সুন্দরী!
খড় গাদাতে ঘুমমগ্ন আলসে রোদের রং
শীত সকালে জড়িয়ে নেয়া যত্নে মায়ের ঢং।
সূর্য গলা আলোর নদী ঝিকিমিকি সোনা
কয় সূর্য গুনবে তুমি! যায় কখনও গোনা?
সোনালু ফুল সোনাঝিকি মায়ের কানের দুল
হলদে আলোর সোহাগি হলুদ গোলাপ ফুল।