কর্ণফুলী থানাধীন বড়উঠানের বাসিন্দা, চট্টগ্রাম কো–অপারেটরস এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা সদস্য ও সেক্রেটারী সৈয়দ আহমেদ খান সেলিম আর নেই। গত মঙ্গলবার রাত ১০ টায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর নাসিরাবাদ হাউজিং সোসাইটি মসজিদে প্রথম নামাজে জানাজা এবং বাদ আছর গ্রামের বাড়ি বড়উঠানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












