কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে ফাতীন ইতমাম মাহমুদ (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতের কুলবর্তী সাগরে এ ঘটনা ঘটে। নিহত পর্যটক রাজধানীর ইস্ট–ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজী তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং মীরপুর বসুপাড়ার মাহমুদুল হোসাইনের ছেলে।
কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের সুপার (এসপি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে ঢাকা থেকে বেড়াতে আসা কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহরের সুগন্ধা পয়েন্টস্থ সিগাল হোটেলের সামনের সাগরে গোসল করতে নামে। ওই সময় সাগরে ভাটা ছিল। এক পর্যায়ে ভাটার টানে হারিয়ে যায় ফাতীন ইতমাম মাহমুদ। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে কঙবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনিরুল গীয়াস জানান, এ ঘটনায় কঙবাজার সদর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। নিহত পর্যটকের পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি দিয়েছেন। এরই প্রেক্ষিতে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর মৃতদেহ নিয়ে স্বজনেরা রাজধানীর উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।