সীতাকুণ্ডে সাত অক্সিজেন প্ল্যান্টের মধ্যে ৪টির সেফটি প্ল্যান অনুমোদন নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। তার মধ্যে সীমা অক্সিজেন প্ল্যান্টেও সেফটি প্ল্যানের অনুমোদন নেই।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ–সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, সীতাকুণ্ডে একাধিক অক্সিজেন প্ল্যান্ট রয়েছে। তবে সীমা অক্সিজেন প্ল্যান্টসহ অধিকাংশ প্ল্যান্টে ফায়ার সার্ভিসের সেফটি প্ল্যান অনুমোদন নেই। সীমা অক্সিজেন কর্তৃপক্ষ সেফটি প্ল্যানের অনুমোদনের জন্য আবেদন করলেও এখনো
অনুমোদন পায়নি। গত শনিবার বিকালে কদমরসুল এলাকার সীমা অক্সিজেন লিমিটেডের প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে। এতে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জন। বিস্ফোরণে কারখানার আশেপাশের কয়েকটি কারখানার ক্ষতি হয়। সীমা অক্সিজেন প্ল্যান্ট ছাড়াও সীতাকুণ্ডে যেসব অক্সিজেন প্ল্যান্ট রয়েছে সেগুলো
হলো কুমিরায় কে আর অক্সিজেন লিমিটেড, বারআউলিয়া এলাকায় মদিনা অক্সিজেন, জিরি অক্সিজেন, চৌধুরীঘাটা এলাকায় রিগ্যাল অক্সিজেন, মদনহাট এলাকায় এসএল অক্সিজেন ও কদমরসুল ব্রাদার্স অক্সিজেন। এছাড়া বন্ধ রয়েছে আরও ৪টি অক্সিজেন প্লান্ট।
বিডিনিউজ জানায়, সীমা অক্সিজেন প্ল্যান্টে এক সময় ত্রুটি পেয়েছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। পরিদর্শনে সেই ত্রুটি পাওয়ার পর সীমা অক্সিজেন প্ল্যান্টকে নোটিশও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মিনা মাসুদ উজ্জামান। তবে কী ধরনের ত্রুটি ছিল, সে বিষয়ে তিনি এখন কিছু বলতে রাজি হননি। বিষয়টি এখন তদন্ত করা হবে বলে জানিয়েছেন।