সেকান্দর মিয়া

| বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:২৬ পূর্বাহ্ণ

মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা মোহাম্মদ সেকান্দর মিয়া (৮০) গত সোমবার রাত ২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। ওইদিন বাদ জোহর মাঝিরঘাট বিবি জামে মসজিদে নামাজে জানাজা শেষে নগর বাইশ মহল্লা কবরস্থানে তাকে দাফন করা হয়।
মোহাম্মদ সেকান্দর মিয়া মৃত্যুতে সংসদ সদস্য এমএ লতিফ, সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক আলী আহম্মদ, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি, বাদশা মিয়া স্মৃতি সংসদ, মাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাব, গাউছিয়া কমিটি মাঝিরঘাট শাখার নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ও ১৬ ডিসেম্বর উন্নয়ন যুদ্ধের ঘোষণা
পরবর্তী নিবন্ধরেনু প্রভা বড়ুয়া