সেই থেকে সে দেয় আড়ি

ইকবাল বাবুল | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৯:১২ পূর্বাহ্ণ

নয় তো কোনো ফার্স্টগার্ল সে , নয় রোল দুই, তিন তার

কী আছে তাই ভাবার আমার নেই তো কারণ চিন্তার।

আপত্তি নেই যার যা খুশি বলছে বলুক হারামি

এই সময়ে কাউকে তবে দেই না তো বই ধার আমি।

বন্ধু তোরা এই নিয়ে ঠিক যতোই আমায় খোঁটা মা

©সামনে আমার পরীক্ষা ভাই দেই কী করে নোট আমার

তাই তো সেদিন দেইনি তাকে চাইছিলো নোট, বই সে

কিনতু আমার আম্মু আমায় নিত্য পড়ায় নৈশে।

সামনে আমার নোট কেনো নেই যেই পারবে জানতে

করবে না আর মোটেই দ্বিধা চুলগুলো সব টানতে

এই যদি হয় অবস্থা ভাই নোট খাতা বই দেবে কার

সত্যি আমি তাই পারিনি রাখতে কথা রেবেকার

এই কারণে আামার সাথে সেই থেকে সে দেয় আড়ি

কিনতু আমি আমার মতো করছি না তাকেয়ারই।

পূর্ববর্তী নিবন্ধবাজায় মোহন বাঁশি
পরবর্তী নিবন্ধমুহুর্তেই পুড়ে গেলো সেন্টমার্টিনের দুটি ইকো রিসোর্ট