মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চি ক্লান্তিজনিত কারণে ঘন ঘন আদালতে হাজির হওয়া থেকে রেহাই চেয়েছেন বলে তার আইনজীবী জানিয়েছেন। খবর বিডিনিউজের। সোমবার এ মর্মে বিচারকের কাছে আবেদন জানালেও তার অবস্থা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জনগণকে আশ্বস্ত করেছেন তিনি, তার প্রধান আইনজীবী খিন মাউং জাও এর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে কারাবন্দি সু চির বিচার চলছে এবং বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে হচ্ছে তাকে।
আইনজীবী মাউং জাও গণমাধ্যমকে জানান, প্রতি সপ্তাহে নয়, প্রতি মামলার ক্ষেত্রে দুই সপ্তাহে শুনানির অনুরোধ জানিয়েছেন সু চি।