বিশ্ব শিশু দিবস উপলক্ষে ব্ল্যাক টু ব্লু সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে সুবিধাবঞ্চিত, বিপন্ন ও ঝুঁকিতে থাকা পথশিশুদের নিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কেন্দ্র মিলনায়তনে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত দুইশত শিশুর সাথে ব্ল্যাক টু ব্লু সোসাইটি চট্টগ্রামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান নিফাজ, বর্তমান সভাপতি মায়মুনা বিনতে রহিম, সাধারণ সম্পাদক সানিয়া ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক তকি তাহমিদ, কোষাধ্যক্ষ নাদিয়া ইসলাম, আফজাল হোসেন, মেবায়ের সিয়াম, সাজিদা জয়হা।
কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দের সঞ্চালনায় আয়োজনে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপরেই নিবাসী শিশুদের অংশগ্রহণে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান।কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বিশ্ব শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর ক্ষেত্রে এ ধরণের ব্যতিক্রমী আয়োজনের জন্য ব্ল্যাক টু ব্লু সোসাইটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












