সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এগিয়ে আসতে হবে : এটিএম পেয়ারুল

| মঙ্গলবার , ৯ এপ্রিল, ২০২৪ at ৫:৫৩ পূর্বাহ্ণ

আনন্দে উচ্ছ্বাসে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

স্বপ্নচাষী বিদ্যায়তনের পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. সেকান্দর চৌধুরীর সভাপতিত্বে ও এসডিজি ইয়ুথ ফোরামের দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় ঈদ উৎসবে স্বাগত বক্তব্য রাখেন এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি ও স্বপ্নচাষীর উদ্যোক্তা নোমান উল্লাহ বাহার। উদ্বোধন করেন শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু ও প্রধান বক্তা ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক নাসিম ফারহানা শিরীন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ফুলকলি গ্রুপের জি.এম এম..সবুর, ওব্যাট হেল্পার্সের কান্ট্রি ম্যানেজার সোহেল আখতার খান, সাজ্জাদ উদ্দিন, রোটারিয়ান মোশাররফ হোসেন, সৈয়দ মিনহাজুর রহমান, বদরুল হাসান টিটু, সাইদুর রহমান মিন্টু, লায়ন ডা: আর.কে. রুবেল, আবু সাদেক, একিউএম মোসলেহ উদ্দিন, রায়হান ইসমাইল, এহতেশামুল হক, ফয়সাল মুন, তানিয়া আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগাং রোজভ্যালির ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধঅঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশনের ‘স্বাবলম্বী প্রজেক্ট’ অনুষ্ঠিত